TRISHA GHOSH
অনেকদিন ধরেই তুই আছিস আমার mobile এ
কোনও ছবিতে না, contact list e ও না,
খুব অপ্রয়োজনীয় অথচ প্রয়োজনীয় বটে
পরে আছিস blocklist e…
অচেনা কোনো no দেখলেই বুকটা কেঁপে ওঠে
ফোনের ওপারে তোকেই খোঁজার চেষ্টা চলে …
তুই হয়তো ভাবছিস আজ আমার আর
প্রয়োজন নেই তোকে,
বিশ্বাস কর অপ্রিয় না তুই
খুব প্রিয় হতেও পারলিনা এ জীবনে
চলার পথে মাঝে মাঝে বৃষ্টি নেমে আসে,
মেঘ ডাকেনা,বাজ পরেনা,তবুও বৃষ্টি হয়
চোখের দিকে চাইলে বুঝবি ,
এ তো সেই বরষা নয়
রাতের বেলায় জীবিত তুই headphone – এর গোরায়
তোকে আমি ছুঁতে পারি আমার কবিতায়
ফিরতে আর পারবি না তুই জানি
তুই যে অন্য কারোর, ভুলেও হয়তো গেছিস
তাও তোর অপেক্ষায় রইলাম আমি
অচেনার ভিরেই তোকে কোনোদিন খুঁজে পাব
হয়তো সেদিন বলবি, “ রোজ একবার করে ph করতাম,
Unblock করে দিয়েছিস এরম ভাবতা্ম,”
বলবি ,”আমি রোজ ভুল ছিলাম্,”
হয়তো বা এটা বলবি,” অপেক্ষা তোর একার ছিল না
অপেক্ষা ছিল আমার ও “
অপেক্ষায় রইলাম
opekkha r tech-savvy mode..:D
LikeLiked by 1 person
🙂
LikeLike